সেন বংশ সম্পর্কিত কিছু তথ্য

 


সেন বংশ বাংলার ব্যাপক অংশ জুড়ে একাদশ শতাব্দীর মাঝপর্বে প্রতিষ্ঠিত হয় শক্তিশালী সেন বংশের শাসন । বাংলায় প্রথম আসেন সামন্ত সেন । তিনি কর্ণাট থেকে বৃদ্ধ । বয়সে বাংলায় আসেন । তিনি প্রথমে বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলে গঙ্গা নদীর তীরে । তিনি রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে ।

প্রাচীন বাংলার ইতিহাসে সেন রাজবংশের রাজত্বকাল দীর্ঘস্থায়ী না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন রাজারা ছিলেন গোঁড়া হিন্দু। তাই এই সময় বাংলায় হিন্দুধর্ম রাজ-পৃষ্ঠপোষকতা লাভ করে এবং সমাজে ব্রাহ্মণদের মর্যাদা বৃদ্ধি পায়। সেন রাজাদের সাম্রাজ্য ধ্বংস হলে বিভিন্ন ছোট রাজ্য, ভূম রাজ্য(ভূইয়া) শাসন করতে থাকে।সেন বংশীয় এসব রাজার মধ্যে উল্লেখযোগ্য পুন্ড্র ও বরেন্দ্র রাজ রাজা অচ্যুত সেন,কামরুপ রাজ কামতেশ্বর নীলাম্বর সেন প্রমূখ।








বিশেষ তথ্যঃ

# সেন বংশের প্রতিষ্ঠাতা- হেমন্তসেন ।

# সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট- বিজয়সেন । 

#সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা- বিজয়সেন । 

#বল্লাল সেনের উল্লেখযােগ্য রচনাবলি- দানসাগর ও অদ্ভুত সাগর ।

# বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে- বিজয় সেনের শাসনামলে । 

#‘ পরমেশ্বর ' , ‘ পরম ভট্টারক ’ , ‘ মহারাজাধিরাজ ' উপাধি ছিল- বিজয় সেনের । 

#বল্লাল সেন ছিলেন- বিজয় সেনের পুত্র । 

#সেন বংশের সর্বশেষ রাজা- লক্ষ্মণ সেন ।

# ‘ গৌড়েশ্বর ’ উপাধি ছিল- লক্ষ্মণ সেনের ।

#  লক্ষ্মণ সেনের রাজধানী ছিল- গৌড় ও নদীয়াতে ।

# বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষ্মণ সেন । 

#বখতিয়ার খলজী বাংলা আক্রমণ করেন- ২০৪ খ্রিস্টাব্দে । 

#সেন বংশের অবসান হয়- ১২০৪ খ্রিস্টাব্দে । 

# পূর্বে ‘ বােলঘকপুর ' বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল । বাংলাদেশ । 

Post a Comment

0 Comments