বাংলায় মৌর্য যুগ।

 প্রাচীন বাংলার বিভিন্ন যুগের মধ্যে মৌর্য যুগ এক সোনালী ইতিহাস বহন করে। ১৩৬ বছরের এই সাম্রাজ্যে হয়েছে অনেক যুদ্ধ এসেছে অনেক বিজয় এসেছে অনেক কিংবদন্তি রাজা। কিন্তু আর শেষ রক্ষা হয়নি হারতে হয়েছে গুপ্তদের কাছে। তবে মৌর্যদের কৃতিত্ব আজও ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। তাহ্লে চলুন মৌর্য যুগের কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে আসা যাক। 


মৌর্য্য সাম্রাজ্য  প্রাচীন ভারতে লৌহ যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল। মৌর্য্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য ৩২১ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। ভারতীয় উপমহাদেশের পূর্বদিকে সিন্ধু-গাঙ্গেয় সমতলভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য্য সাম্রাজ্য তৎকালীন যুগের অন্ততম বৃহত্তম সাম্রাজ্য হিসেবে পরিগণিত হত, শুধু তাই নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এর চেয়ে বড় সাম্রাজ্য কখনো তৈরী হয়নি। ৩২২ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য্য নন্দ রাজবংশ উচ্ছেদ করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারপর মহান আলেকজান্ডারের সেনাবাহিনীর পশ্চাৎ অপসারণের সুযোগে নিজ সামরিক শক্তিবলে মধ্য ও পশ্চিম ভারতের আঞ্চলিক রাজ্যগুলিকে জয় করে বিরাট সাম্রাজ্য গড়ে তোলেন। ৩১৬ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই গ্রীক সত্রপগুলিকে পরাজিত করে মৌর্য্য সাম্রাজ্য সম্পূর্ণ উত্তর-পশ্চিম ভারত জুড়ে বিস্তৃত হয়। বর্তমান যুগের মানচিত্রের নিরিখে এই সাম্রাজ্য উত্তরে হিমালয়, পূর্বে অাসাম, পশ্চিমে বালুচিস্তান ও হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য্য ও বিন্দুসার এই সাম্রাজ্যকে দক্ষিণ ভারতে বিস্তৃত করেন এবং অশোক কলিঙ্গ রাজ্য জয় করে সমগ্র দক্ষিণ ভারতে মৌর্য্য সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত করেন। অশোকের মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যেই ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে এই সাম্রাজ্যের পতন ঘটে মগধে শুঙ্গ রাজবংশের উত্থান ঘটে।




সম্রাট অশােক
# বিন্দুসারের মৃত্যুর পর ক্ষমতায় আরােহণ করেন - তাঁর পুত্র অশােক ।
# এ দেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে- সম্রাট অশােকের আমলে ।
# অশােক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে ।
# বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়- অশােকের প্রচেষ্টায় । #বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন বলা হয়- সম্রাট অশােককে ।
# তিব্বতের রাজার অনুরােধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে যান অতীশ দীপঙ্কর ।


গুরুত্বপূর্ণ তথ্য
# মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য ।
#চন্দ্রগুপ্তের রাজধানী ছিল- পাটলিপুত্রে ।
# প্রাচীন ভারতে প্রথম সর্ব ভারতীয় ঐক্য রাষ্ট্র স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য।
# চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে আরােহণ করেন- চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার ।


Post a Comment

0 Comments