ছিট মহল নিয়ে কিছু তথ্য।

 আমরা অনেকেই ছিট মহলের ব্যাপারে জানি না। আসলে ছিট মহল কি?  এর সাথে বাংলাদেশেরই বা সম্পর্ক কি? তা হয় তো আমাদের অনেকেরি জানা নেই। ভার্সিটির ভর্তি পরীক্ষায়, বিসিএস এ বা সাধারণ জ্ঞানের প্রশ্নে ছিট মহল সম্পর্কে অনেক প্রশ্ন আসে।তাই ছিট মহল নিয়ে লেখার সিদ্ধান্ত নিলাম।  এটি অনেক তথ্যবহুল হতে চলেছে আশা করি উপকৃত হবেন।



ছিটমহল : Enclave : কোনাে একটি রাষ্ট্রের একটি এলাকা , যে - এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত । ছিটমহলের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের মূল ভূখণ্ডের যােগাযােগ ও যাতায়াত সংশ্লিষ্ট ভিন্ন রাষ্ট্রটির মধ্য দিয়ে ছাড়া সম্ভবপর নয় ।

১৯৪৭ সালে রেডক্লিফের মানচিত্র উদ্ভব ছিট মহলের। এক দেশের ভূ-খন্ড থেকে যায় অন্য দেশের অংশে। উদ্ভব হয় এক মানবিক সমস্যার। ৫১ হাজার জনসংখ্যা ছিলো এসব ছিটমহলে। সাম্প্রতিক জনগণনা অনুযায়ী ভারতের ছিট মহলের লোক সংখ্যা ছিলো ৩৭ হাজার। বাংলাদেশে ছিটমহলের লোক সংখ্যা ১৪ হাজার। 

১৯৭৪ সালে মুজিব - ইন্দিরা সীমান্ত চিহ্নিতকরণ চুক্তিতে বলা আছে, ভূমি বিনিময়ের সময় ছিটমহলে বসবাসকারী লোকজন যে দেশে থাকতে চাইবে, সে দেশেই তাদের নাগরিকত্ব  দেও হবে। সে অনুযায়ী ১ আগস্ট ২০১৫ তে ছিট মহল চুক্তি বাস্তব রূপ লাভ করে।ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে বলা হয়েছে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের পর ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। এখন বাংলাদেশের মানচিত্রে সামান্য কিছুটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন এতটাই সুখ খোঁজে মানচিত্র বিশেষজ্ঞ ছাড়া অন্যরা তা বুঝবেনা। বাংলাদেশের নতুন মানচিত্র প্রস্তুত এর কাজ চলছে সেই মোতাবেক বাংলাদেশ সরকার নতুন মানচিত্র প্রণয়ন ও প্রকাশ না করা পর্যন্ত সীমান্ত কোন পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। 

বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১ টি ছিটমহলে সর্ব মোট ১৭,১৬০.৬৩ একর ১ আগস্ট বাংলাদেশের মূল ভূ- খন্ডের সাথে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১ টি ছিটমহলে ৭,১১০.০২ একর ভারতের মূল ভূ- খন্ডের সাথে যুক্ত হয়েছে। ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি এবং ২০১১ স্বাক্ষরিত প্রটোকল অনুযায়ী দু'দেশের ছিটমহলবাসী ৬৮ বছরের পরাধীন জীবনের অবসান ঘটেছে। 

#ছিটমহল বিনিময় শুরু হয়- ১ আগস্ট , ২০১৫ এর প্রথম প্রহর থেকে। 

# বাংলাদেশ ও ভারতের মােট ছিটমহল ছিল- ১৬২ টি। 

#ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল- ৫১ টি ।

* কুচবিহারে- ৪৭ টি 

* জলপাইগুড়িতে- ৪ টি 

#বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল- ১১১ টি । 

* লালমনিরহাটে -৫৯ টি

 *পঞ্চগড়ে -৩৬ টি

 * কুড়িগ্রামে -১২ টি 

*নীলফামারীতে -৪ টি 

#বাংলাদেশের ছিটমহলগুলাে অন্তর্গত ছিল- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ।

# ছিটমহল বেষ্টিত জেলা বলা হত- লালমনিরহাটকে । 


Post a Comment

0 Comments