বাংলাদেশের অবস্থান, আয়তন ও সীমানা।(পার্ট ২)

 প্রিয় বন্ধুরা,বাংলাদেশের অবস্থান, আয়তন ও সীমানা পার্ট ১ পড়ার পর অনেকে পার্ট ২ অনেকে পড়তে আগ্রহী।  পার্ট ১ এ আমি শুধু বাংলাদেশের সীমান্ত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে ছিলাম। আজ বিস্তারিত আলোচনা করবো।  আসা করি অনেক উপকৃত হবেন কেননা এই ব্লগটি অনেক তথ্যবহুল হতে করেছে। 



ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত।

বাংলাদেশের ... পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ , মেঘালয় ও আসাম রাজ্য। পূর্বে ভারতের আসাম , ত্রিপুরা , মিজোরাম এবং মায়ানমার। দক্ষিণে  বঙ্গোপসাগর , আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ( ভারত )।

# বাংলাদেশের তিনদিকে অবস্থিত- ভারত ।

 # ভারতের মােট রাজ্য- ২৮ টি ( কাশ্মির রাজ্যের মর্যাদা বিলুপ্তির পর ) । 

# ভারতের কেন্দ্র শাসিত রাজ্য- ৮ টি । 

# বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য - ৫ টি ।(পশ্চিমবঙ্গ,আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মেজোরাম।)

#বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি - পশ্চিমবঙ্গ । 

#বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে কম - আসাম । 

#বাংলাদেশের যে বিভাগগুলাের সাথে ভারতের সীমান্ত সংযােগ নেই – বরিশাল ও ঢাকা। 

# বাংলাদেশ - ভারত অমীমাংসিত সীমান্ত- ২.৫ কি.মি. ( ফেনী জেলার মুহুরীর চর ) 

# বাংলাদেশ - ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিত করণের লক্ষ্যে গঠিত কমিটির নাম- BJWG।

# JBWG এর পূর্ণরূপ- Joint Boundary Working Group . . 

#বাংলাদেশ - ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সীমান্ত পিলার স্থাপন করা হয়- ১৯৫২ সালে। 

#ভারত সিলেটের পাদুয়া গ্রামটি দখলে নিয়েছিল । ১৯৭১ সালে ( পুনরুদ্ধার ২০০১ সালে )।



সেভেন সিস্টার্স 

সেভেন সিস্টার্স - ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে । সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলাে হলাে -

 ১।  আসাম রাজ্য- রাজধানী  দিসপুর। 

২। মেঘালয় রাজ্য- রাজধানী শিলং। 

৩। মিজোরাম রাজ্য - রাজধানী  আইজল। 

৪। নাগাল্যান্ড রাজ্য- রাজধানী  কোহিমা 

৫। ত্রিপুরা রাজ্য - রাজধানী  আগরতলা । 

৬।  মণিপুর রাজ্য - রাজধানী ইম্ফল। 

৭। অরুণাচল রাজ্য- রাজধানী  ইটানগর।


#সেভেন সিস্টার্সভুক্ত যে রাজ্যগুলাের সাথে বাংলাদেশের সীমান্ত সংযােগ রয়েছে -৪ টি ( আসাম , মেঘালয় , মিজোরাম , ত্রিপুরা ) 

# ভারতের সেভেন সিস্টার্সভুক্ত যে রাজ্যগুলাের সাথে বাংলাদেশের সীমানা সংযুক্ত নেই - ৩ টি ( নাগাল্যান্ড , অরুণাচল , মণিপুর ) 

#বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টার্সভুক্ত নয় ভারতের যে রাজ্যটি পশ্চিমবঙ্গ ( উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে ) 

#ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলা- কুমিল্লা ।


বাংলাদেশ - ভারত সীমান্তবর্তী জেলা 

# বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা - ৩২ টি

# ভারতের সাথে বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা - ৩০ টি । 

# বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযােগ নেই  বান্দরবান ও কক্সবাজার । 

# বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা- মুর্শিদাবাদ 

# বাংলাদেশের পঞ্চগড় জেলার সাথে ভারতের জেলা- জলপাইগুড়ি 

#বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা- চব্বিশ পরগণা 

#ও বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাথে ভারতের জেলা- নদীয়া।


 

মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত।

# মায়ানমারের সাথে বাংলাদেশের মােট সীমান্ত- ২৮০ কি . মি . ( মাধ্যমিক ভূগােল বই ) । 

#মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩ টি । 

*রাঙামাটি 

*বান্দরবান 

*কক্সবাজার 

# বাংলাদেশের মােট সীমান্তবর্তী জেলা- ৩২ টি ( ভারতের সাথে ৩০ টি ও মায়নমারের সাথে ৩ টি )

# ভারত ও মায়ানমার উভয়ের সাথে সীমান্ত সংযােগ রয়েছে- রাঙামাটি জেলার ।

 # পার্বত্য চট্টগ্রামের জেলা- ৩ টি ( খাগড়াছড়ি , রাঙামাটি , বান্দরবান )।



ডােকলাম সীমান্ত

 চীন - ভারত - ভুটান সীমান্তের একটি বিরােধপূর্ণ সীমান্তবর্তী জায়গার নাম ডােকলাম । ডােকলাম সীমান্তটি ভারতীয় সিকিম রাজ্যের সাথে এবং চীনের তিব্বতীয় অংশের সাথে যুক্ত । সম্প্রতি চীনের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে ডােকলাম সীমান্তকেন্দ্রিক উত্তেজনা সৃষ্টি হয় । চীন যদি সীমান্ত এলাকায় এই রাস্তা তৈরি করে তবে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং ভারতের উত্তর - পূর্বাঞ্চলীয় ' Seven Sisters ’ নামে ৭ টি রাজ্যের সাথে যােগাযােগ রক্ষা করা কঠিন হয়ে পড়বে । ভারত - চীন ও ভুটানের এই বিরােধপূর্ণ সীমান্ত জায়গাটির ভারতীয় নাম ডােকা'লা এবং চীনা নাম ডংল্যাং । ডােকলাম সীমান্তের নিকটেই অবস্থিত শিলিগুড়ি করিডাের | 


Post a Comment

0 Comments