বাংলাদেশ পরিচিতি.

 

বাংলাদেশ পরিচিতি.

প্রিয় পাঠক, আশা করি ভালোই আছেন। এখানে বাংলাদেশের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি আমার এই তথ্যগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। 

পরিচিতি.


#রাজধানীঃ ঢাকা।
#বাণিজ্যিক রাজধানীঃ চট্টগ্রাম।
 #উপনিবেশঃ  ইংল্যান্ডের উপনিবেশ ছিল এবং পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করে । 
# সাংবিধানিক নামঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ । # ইংরেজি নাম : The People's Republic of Bangladesh .
#স্বাধীনতা ও জাতীয় দিবসঃ ২৬-ই  মার্চ।
#জাতীয় সংগীতঃ আমার সোনার বাংলা (রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর)। 
#জাতীয় প্রতিকঃ উভয় পাশে ধানের শীষবেষ্টিত  পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছ পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা। 
#রাষ্ট্রভাষাঃ বাংলা।
# জাতীয়তাঃ বাঙালি। 
#নাগরিকত্বঃ বাংলাদেশী। 
#রাষ্ট্রধর্মঃ ইসলাম। 
#গড় বৃষ্টিপাতঃ ২০৩ সেন্টিমিটার। 
#ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যাঃ ৪টি।
*বেতবুনিয়া-১৯৭৫
*তালিবাবাদ-১৯৮২
*মহাখালী-১৯৯৫
*এবং সিলেট - ১৯৯৭
#ঋতুঃ ৬টি (গ্রীস্ম,  বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত)
 #আয়তনঃ ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। 
#সীমান্তবর্তী দেশঃ দুইটি (ভারত ও মিয়ানমার)।
#ভারতের সাথে সীমান্তঃ ৪,১৫৬ কি.মি[ প্রচলিত তথ্য ৩,৭১৫]
#মিয়ানমারের সাথে সীমান্তঃ ২৭১ কি.মি.(বিজিবি)।
#স্থানীয় সময়ঃ গ্রিনিচ মান সময় +৬ ঘন্টা।
#প্রশাসনিক বিভাগঃ ৮ টি।
                                             

     বিভাগ ভিত্তিক তথ্য.

ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলার প্রদেশ ১৮২৯ সালে প্রথম বিভাগ গঠন করা হয়। সে সময় বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এই তিনটি বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে রাজশাহী ঢাকা বিভাগের অংশ নিয়ে ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশে এই চারটি বিভাগ ছিল। বর্তমানে দেশে বিভাগ রয়েছে ৮টি। ময়মনসিংহকে সর্বশেষ অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয় ২০১৫ সালে। পূর্বে এটি ঢাকা বিভাগের অংশ ছিল। ১৯৮২ সালের বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানানের সামঞ্জস্যতার জন্য ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান Dacca থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।

                                                    জেলা ভিত্তিক তথ্য.
বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শাসন সুবিধার্তে প্রশাসনিক একক হিসেবে মহকুমার সৃষ্টি করা হয়। ১৮৪২ সালে প্রথম থানার সমন্বয়ে মহকুমার সৃষ্টি করা হয়। জুদ্দকালীন সময় বাংলাদেশে ৪টি বিভাগ ১৯টি জেলা এবং ৪৪টি মহকুমার ছিল। ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কারে আওতায় উপজেলা প্রথা প্রবর্তন করা হয়। এর আওতায় ৪৬০ টি থানাকে উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয় এবং মহকুমার প্রথা বিলুপ্ত করে যে সকল মহকুমার ছিল থাদেরকে জেলায় পরিণত করা হয়। বঙ্গদেশে গঠিত  প্রথম জেলা চট্টগ্রাম। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠন করা হয়। 

                                                    থানা  ভিত্তিক তথ্য.

মোট থানা - ৬৫০ টি (সর্বশেষ থানা হাতিরঝিল,ঢাকা )
আয়তনে বৃহত্তম থানা -শ্যামনগর (সাতক্ষীরা)
আয়তনে ক্ষুদ্রতম - ওয়ারী (ঢাকা)
জনসংখ্যায় বৃহত্তম - গাজীপুর সদর 
জনসংখ্যায় ক্ষুদ্রতম -বিমানবন্দর (ঢাকা)

                                                গুরুত্বপূর্ণ কিছু তথ্য.
বাংলাদেশে মোট জেলা -৬৪ টি .
আয়তনে বৃহত্তম জেলা- রাঙ্গামাটি .
আয়তনে ক্ষুদ্রতম জেলা- নারায়ণগঞ্জ .
জনসংখ্যায় বৃহত্তম -ঢাকা .
জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা- বান্দরবান .
জনসংখ্যা বৃদ্ধির হার বেশি- গাজীপুর .
জনসংখ্যা বৃদ্ধির হার কম- বাগেরহাট.
সাক্ষরতার হার বেশি- ঢাকায় .
সাক্ষরতার হার কম - সুমাগঞ্জ .

Post a Comment

0 Comments